মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

নকিয়া সি ১ এল সি ডি লাইট সলুসন

সহজে আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন যে কোন সাইজের You Tube ভিডিও

আশা করি সবাই ভালোই আছেন । লম্বা বিরতির পর আবারো লিখতে বসলাম আপনাদের জন্য । আজ

আপনাদের জন্য নিয়ে আসলাম ব্লগইং টিপস । আপনার ব্লগের পোষ্ট এর আরো গুনাগুন বাড়াতে ব্যবহার করতে পারেন সরাসরি ইউটিউব ভিডিও । আপনি যখন ব্লগে একটি পোষ্ট লিখছেন তখন আপনার প্রয়োজন হতে পরে ইউটিউব  ভিডিও টিউটেরিয়াল । যা আগে লিংক দারা প্রকাশ করতেন । এছাড়াও ব্লগে পোষ্ট লিখার সময় ভিডিও অপশন দেয়া থাকে । কিন্তু এতে অরজিনাল সাইজ ব্যবহার করা যায় না । আপনি সরাসরি আপনার পোষ্টের মধ্যে অরজিনার সাইজে ইউটিউভ ভিডিও দিতে পারেন । নিচের ছবি দেখুন ।





প্রথমে আপনার পোষ্টের জন্য একটি ইউটিউব ভিডিও বাছাই করুন । ইউটিউবের ভিডিওর নিচে লক্ষ্য করুন কিছু অপশন আছে । নিচের ছবিতে নাম্বার আনুযাই বুযিয়ে দিচ্ছি,কি ভাবে কি করবেন ।

  1. ভিডির নিচে থেকে Share বাটন চাপুন ।
  2. তার পর Embed বাটন চাপুন ।
  3. আপনার ভিডিওটি বিভিন্ন সাইজে দিতে পারেন। ভিডিওটি কি সাইজ দিবেন তা বাছাই করুন ।
  4. লাল কালির বক্রের HTML কোড টুকু কপি করুন ।
এবার আপনার ব্লগে প্রবেশ করুন । নতুন পোষ্ট লিখার অপশনে যান । এবার উপরের বাম দিকে HTML বাটন চাপুন । নিচের ছবি দেখুন ।
এবার লক্ষ্য করুন আরো হরেক রকম HTML কোড দেখতে পাবেন । এবার নির্দিষ্ট জাগায় পূর্বে ইউটিউব থেকে কপি করা HTML কোড টুকু পেষ্ট করুন ।নিচের ছবি দেখুন ।

শনিবার, ২৮ মার্চ, ২০১৫

এনড্রয়েড ফোন ব্যবহার করে কম্পিউটার থেকে কল, এসএমএস করুন

আজ লিখবো এই সময়ের  জনপ্রিয় এনড্রয়েড অ্যাপ্লিকেশান Airdroid নিয়ে। AirDroid হচ্ছে একটি অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে আপনি আপনার এনড্রয়েড মোবাইল কে আপনার ল্যাপটপ/পিসি থেকে পরিচালিত করতে পারবেন। এটা অত্যন্ত মজার একটা সফটওয়্যার।যা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না।
AirDroid ব্যবহার করতে চাইলে যা যা করতে হবে।
  • একটা এনড্রয়েড চালিত মোবাইল।
  • একটি ল্যাপটপ অথবা পারসোনাল কম্পিউটার(পিসি)।
  • ওয়াইফাই নেটওয়ার্ক।
  • অথবা মোবাইল ইন্টারনেট।
তবে একই ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে হলে সবচেয়ে সেরা পারফরমেন্স পাবেন।
তাহলে শুরু করা যাক।
প্রথমেhttps://play.google.com/store/apps/details?id=com.sand.airdroidএ যান এবং এপস টা ইন্সটল করুন।অথবা মোবাইল থেকেও ইন্সটল করতে পারেন।ইন্সটল করার পর মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্ক অন করুন।অথবা মোবাইল ইন্টারনেট অন করুন। আপনাকে create an account করতে বলবে কিন্তু আপনি Sign in later করে দিবেন। এরপর আপনার কম্পিউটার এ নোটিফিকেশন যাওয়ার পারমিসন চাইবে, তখন Enable ক্লিক করুন। এটি আপনাকে সিস্টেম সেটিং এ নিয়ে যাবে, সেখানে AirDroid Notification Mirror service. তে ক্লিক করে OK তে ক্লিক করুন। এখন আপনার কম্পিউটার থেকেhttp://web.airdroid.com/ এ যান এবং সাথে মোবাইল এর অ্যাপ এর QR Code এ ক্লিক ক্লিক করুন।

অচেনা নম্বর থেকে কল আসছে? তাহলে যে কল করেছে তার সকল তথ্য জেনে নিন ।



<a href='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/ck.php?n=a9002587&cb=INSERT_RANDOM_NUMBER_HERE' target='_blank'><img src='http://ritsads.com/ads/server/adserve/www/delivery/avw.php?zoneid=792&cb=INSERT_RANDOM_NUMBER_HERE&n=a9002587' border='0' alt='' /></a>



মোবাইলে অচেনা অনেকেই ফোন করে বিরক্ত করে থাকে। বিরক্তের পাশাপাশি অনেক সময় অচেনা এসব কলের হুমকিতে বেশ টেনশনেও থাকতে হয়। তবে এবার আপনার ফোনের ডিসপ্লেতে ভেসে ওঠা যে কোনো অচেনা ফোন নম্বরের ব্যক্তির তথ্য সহজেই স্মার্টফোন থেকে জেনে নিতে পারবেন। এজন্য অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য রয়েছে বেশ কিছু অ্যাপস। এসব অ্যাপস ব্যবহার করে মাত্র কয়েক সেকেন্ডে বিশ্বের যে কোনো প্রান্তের প্রাইভেট কলারের তথ্য পাওয়া যাবে।

 কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে।
 কলারের নামের সঙ্গে অন্যান্য তথ্যও জানাবে এই অ্যাপ। এছাড়া এই অ্যাপটির সাহায্যেও বিরক্তিকর নম্বর ব্লক করা সম্ভব। অ্যাপটির আরেকটি সুবিধা হচ্ছে, এটি শুধু কলই নয় ওই নম্বর থেকে পাঠানো এসএমএসও ব্লক করতে পারে। অ্যাপটি কোনো অফলাইন ডাটাবেসের ক্ষেত্রেও কার্যকর করা সম্ভব। অ্যাপটি ডাউনলোড করতে

 অজানা কলারের অপারেটর ও রেজিস্টার্ড নাম জানবে এই অ্যাপটি। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই কাজ করে। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপ। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দেবে। অ্যাপটি ডাউনলোড করতে

এই ছবিটা আমার কাছে ভালো লাগে তাই সবাইকে উফার দিলাম।

এই ছবিটা ১ বছর আগে তুলা

আপনার ব্লগে অতি চমৎকার ভাবে চলন্ত লেখা যুক্ত করুন লিংক সহ । না দেখলে দারুন মিস

 

 আসসালামু‘আলায়কুম , আপনারা সবাই কেমন আছেন ? যারা ব্লগ ব্যবহার করে থাকেন তারা শুধু চাই ব্লগকে কিভাবে আর্কষণীয় করে তুলা যায়। আজ আমার পোষ্টি অন্যতম আর্কষণীয় পোষ্ট, যা আপনার ব্লগে যুক্ত করলে ব্লগটি হয়ে উঠবে আরো আর্কষণীয় । এই পোষ্টে থাকছে আপনার পছন্দ করে দেয়া লেখা এবং তার লিংক এর স্লাইডার । যা আপনার ব্লগের এক দম উপরে থাকবে । এবং এদিক থেকে উদিক চলতে থাকবে । নিচের ডিমো টা দেখে নিন ।                                                                                                                                                                     

                            

এডমিন+মোস্তফা  কামাল


নিচের কোড গুলো কপি করুন এবং নিচ থেকে কোড ইডিট দেখে নিন ।
<style>
#wcnot-cont
{
top:0px;
left:0px;
z-index:9999999;
position:fixed;
width:100%;
background:#222222;
color:#ffffff;
font:16px georgia;
box-shadow:2px 2px 5px #444444;
-moz-box-shadow:2px 2px 5px #444444;
-web-kit-box-shadow:2px 2px 5px #444444;
-goog-ms-box-shadow:2px 2px 5px #444444;
}
#wc-movtext
{
text-align:center;
padding:8px;
font-family: Verdana,”Times New Roman”,Georgia,Serif;
font-size:12px;
color: #ffffff;
}
#wc-movtext a
{
color:#ffffff;
text-decoration:none;
font:16px georgia;
}
#wc-movtext a:hover
{
color:yellow;
text-decoration:none;
}
</style>
<div id=’wcnot-cont’>
<div id=”wc-movtext”>
<marquee behavior=’alternate’ direction=”left”
onmouseover=”this.stop();”
onmouseout=”this.start();”>
<p>
<a href=”http://Link” target=”_blank”><b>Your Text 1</b></a>
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 2</b></a>
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 3</b></a>
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 4</b></a>
</p>
</marquee>
</div>
<div>
উপরে কোড গুলোতে লক্ষ্য করুন লাল কালি ও নীল কালির লেখা গুলো ইডিট করতে হবে । নীল কালিতে http://Link এর জায়গায় আপনার লেখার নিংক দিন । এবং লাল কালিতে Your Text 1 এর জায়গায় আপনার লেখা গুলো লিখে দিন ।
লক্ষ্য করুন – এখানে চারটি লেখার কোড দেয়া আছে । আপনি চাইলে আরো এড করতে পারেন  অথবা রিমুভ করতে পারেন । এজন্য এই লোখাটা কমাতে বাড়াতে হবে   
| <a href=”http://Link” target=”_blank”><b>Your Text 4</b></a>

আরো ইডিট করে নিতে পারেন । উপরে দেখুন বিভিন্ন কালার কোড দেয়া আছে । এইগুলো পরিবর্তন করে আরো সুন্দর করতে পারেন ।

Comments system

Disqus Shortname