শনিবার, ২৮ মার্চ, ২০১৫

এনড্রয়েড ফোন ব্যবহার করে কম্পিউটার থেকে কল, এসএমএস করুন

আজ লিখবো এই সময়ের  জনপ্রিয় এনড্রয়েড অ্যাপ্লিকেশান Airdroid নিয়ে। AirDroid হচ্ছে একটি অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে আপনি আপনার এনড্রয়েড মোবাইল কে আপনার ল্যাপটপ/পিসি থেকে পরিচালিত করতে পারবেন। এটা অত্যন্ত মজার একটা সফটওয়্যার।যা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না।
AirDroid ব্যবহার করতে চাইলে যা যা করতে হবে।
  • একটা এনড্রয়েড চালিত মোবাইল।
  • একটি ল্যাপটপ অথবা পারসোনাল কম্পিউটার(পিসি)।
  • ওয়াইফাই নেটওয়ার্ক।
  • অথবা মোবাইল ইন্টারনেট।
তবে একই ওয়াইফাই নেটওয়ার্কের ভিতরে হলে সবচেয়ে সেরা পারফরমেন্স পাবেন।
তাহলে শুরু করা যাক।
প্রথমেhttps://play.google.com/store/apps/details?id=com.sand.airdroidএ যান এবং এপস টা ইন্সটল করুন।অথবা মোবাইল থেকেও ইন্সটল করতে পারেন।ইন্সটল করার পর মোবাইলের ওয়াইফাই নেটওয়ার্ক অন করুন।অথবা মোবাইল ইন্টারনেট অন করুন। আপনাকে create an account করতে বলবে কিন্তু আপনি Sign in later করে দিবেন। এরপর আপনার কম্পিউটার এ নোটিফিকেশন যাওয়ার পারমিসন চাইবে, তখন Enable ক্লিক করুন। এটি আপনাকে সিস্টেম সেটিং এ নিয়ে যাবে, সেখানে AirDroid Notification Mirror service. তে ক্লিক করে OK তে ক্লিক করুন। এখন আপনার কম্পিউটার থেকেhttp://web.airdroid.com/ এ যান এবং সাথে মোবাইল এর অ্যাপ এর QR Code এ ক্লিক ক্লিক করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments system

Disqus Shortname